কমদামে সেরা দুটি স্মার্টফোন
বর্তমানে আমরা সকলে মোবাইল ফোন ব্যাবহার করি তবে সেই ফোন টি অবশ্যই স্মার্টফোন হতে হবে। এই আধুনিক সময়ে একটি স্মার্টফোন না হলে কি হয়? আর সকলের ইচ্ছা একটি ভালো, টেকসই এবং মানানসই স্মার্টফোন ব্যাবহার করার। তবে ইচ্ছা পূরণে প্রয়োজন অর্থ। আর অনেকেই এই অর্থের অভাবে কিনতে পারছেন না সখের মোবাইলটি। তাই আজ আমরা জেনে নিবো, কমদামে ভালো স্মার্টফোন কোথায় এবং কিভাবে পাওয়া যায়!
আসুন জেনে নিই-
২০২২ এ আমাদের এই লো বাজেট লিস্টে সবচেয়ে সেরা ফোন হিসেবে রাখছি Redmi 10 কে।
![]() |
Xiaomi Redmi 10 |
Redmi 10- সাওমি ব্র্যান্ড এর লেটেস্ট মিড কনফিগারেশন এর বাজেট স্মার্টফোন। এটি ২০২১ এর ১৮ ই আগষ্ট বাজারে এসেছে।
৫০ মেগা পিক্সেল এর রিয়েলিস্টিক ক্যামেরা, ৪ জিবি র্যাম সহ থাকছে আরো অনেক ফিচার। এতে ব্যাবহার করা হয়েছে ৫০০০ এম-এ-এইচ এর ব্যাটারি, ৬.৫' এর পাঞ্চ হোল ডিসপ্লেই যা এই বাজেট এ আশা করা যায় না!
দেশের বাজারে বর্তমান (২০২২) এ Redmi 10 মাত্র ১৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Redmi 10 Specification:
Brand: Xiaomi
Launch: 18 August, 2021
Storage: 4/64, 4/128
Battery: 5000 mah
Display: 6.5' IPS LCD
Operating system: Android 11, MIUI
Camera: 50 mega pixels
Other feature: Fingerprint
Redmi 10 price in Bangladesh: 14999 BDT
আমাদের লিস্টে দ্বিতীয় স্মার্টফোন হলো Realme C25s
এটি জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমির বাজেট স্মার্টফোন। এতে থাকছে ৪৮ মেগা পিক্সেল এর ক্যামেরা, ৪জিবি র্যাম, ৬০০০ এম-এ-এইচ এর বড় ব্যাটারি। Realme C25s কে পরিচালনা করছে মেডিয়াটেক এর Helio G85। এটি দেশের রিয়েলমি শোরুমে অফিসিয়ালি ১৪৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
![]() |
Realme C25s |
Realme C25s specification:
Brand: Realme
Launch: 08 June, 2021
Storage: 4/64, 4/128
Battery: 6000 mah
Display: 6.5' IPS LCD
Operating system: Android 11, Realme UI
Camera: 48 mega pixels
Other feature: Fingerprint, Fast Charging 18w
Realme C25s price in Bangladesh: 14990 BDT
Advertisement