র্যাগ ডে তে মুখোরিতো MCC ক্যাম্পাস
![]() |
সংগ্রহিত: 'চিত্রাঙ্কন' থেকে |
শরীরে জুড়ে রংয়ের ছড়াছড়ি,যেনো আকাশের রংধনু ঠাই পেয়েছে পুরো শরীরে। শিক্ষার্থীদের চুলের রঙ লাল, সবুজ, হলুদ বা নানান রঙের দেখে কেউ চিন্তায় পড়বেন না। বলছিলাম চট্টগ্রাম মহিলা কলেজের ৫১ তম ব্যাচের র্যাগ ডে’র কথা।
আকাশে বৃষ্টির ঘনঘটা এই বুঝি বৃষ্টি নামবে এই তার ভাবখানা,মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মারছে। ভালোবাসা গুলো অমলিন করতেই ৮ ই সেপ্টেম্বরের এই আয়োজন করেছে শিক্ষার্থীরা। নিজেদের ব্যাচকে ইতিহাসের পাতায় লিখে রাখতে কতইনা চেষ্টা। গত ২ বছর করোনায় বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকায় কোনো আয়োজন সম্ভব হয়নি কিন্তু এইবারের সুযোগ কে হাত ছাড়া করে নি তারা। শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় “তারা অনেক দিন পর এমন আয়োজনের অংশ হতে পেরে খুবই আনন্দিত”
এর আগে সকাল ১০ টায় নিজ নিজ বিভাগে শিক্ষকদের সাথে ‘র্যাগ ডে’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস জীবনের স্মৃতি চারণমূলক বক্তব্যে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষকরা অর্জিত জ্ঞান আর দক্ষতা দিয়ে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নে সবাইকে সৎ ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
![]() |
ছবিঃ 'চিত্রাঙ্কন' |
র্যাগ ডে’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর।
এরপরে ডিজে গানের তালে তালে শিক্ষার্থীরা নাচানাচি এবং আনন্দে মেতে উঠে। এছাড়াও আনন্দময় এই স্মৃতিকে ধরে রাখতে অনেককেই সহপাঠী, ছোটভাই, প্রিয় শিক্ষক -শিক্ষিকাদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। আকাশে যখন সন্ধার নীলিমা ফুটে সবাই ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে শুরু করে এরই মাধ্যমে শেষ হয় ৫১ তম ব্যাচের র্যাগ ডে।
লিখেছেনঃ মোহতাসিম ফুয়াদ
Advertisement