নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য হলেন উপজেলা সন্দ্বীপ আওয়ামী যুবলীগ এর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান

ফুলেল শুভেচ্ছায় জনাব সিদ্দিকুর রহমান সাহেব | ছবিঃ ফেইসবুক হতে সংগ্রহিত
গতপরশু ১৭ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলাপরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড সন্দ্বীপ হতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান। কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে সকাল ৯ টায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয় এবং দুপুর ২ ঘটিকায় শেষ হয়। এতে উপজেলা আওয়ামীলীগের হেভিওয়েট ৪ নেতা ও অন্য ৩ প্রার্থীকে পরাজিত করে সিদ্দিকুর রহমান বিজয়ী হয়। তিনি তার হাতি মার্কায় ৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারওয়ার শামীম (ঘুড়ি) প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক প্রভাষক মিজানুর রহমান ( বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৩৫ ভোট, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন বেদন (তালা) প্রতীক ৮ ভোট, সন্দ্বীপ উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুল হাসান আলাল (অটোরিকশা) ৪ ভোট, বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি শাখাওয়াত হোসেন নাছির (ক্রিকেট ব্যাট) ৩ ভোট, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিকুল ইসলাম (পানির কল) ১ ভোট, আওয়ামীলীগ নেতা নুর নবী ভুট্টা উটপাখি প্রতীকে ০০ ভোট পেয়ছেন। এছাড়াও জেলা পরিষদ এর চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৯২ ভোট, নিকটতম নারায়ণ রক্ষিত (মোটর সাইকেল) পেয়েছেন ১০ ভোট।


সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা নাজনীন সন্দ্বীপ কেন্দ্রে (ফুটবল) প্রতীকে ১২৮ ভোট নিকতম প্রতিদন্দ্বী ইয়াসমিন আক্তার কাকলী (বই) পেয়েছেন ৪৬ ভোট, ইসমত আরা সুরাইয়া বাকের (দোয়াত কলম) পেয়েছেন ২৬ ভোট, নার্গিস আক্তার (টেবিল ঘড়ি) ৪ ভোট, রওশন জাহান রত্না (হরিণ) ২ ভোট। সকাল থেকে কোন রকম গোলযোগ ছাড়া সুস্হ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে,সন্দ্বীপ উপজেলা মোট ২০৭ ভোটারের মধ্যে পড়ে ২০২ ভোট বাকি ৫ ভোটার অনুপস্হিত থাকে।
১নং ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ২নং ওয়ার্ডে আ ম ম দিলসাদ, এবং ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ৪নং ওয়ার্ডে আখতার উদ্দিন আহমদ, ৫নং ওয়ার্ডে এইচএম আলী আবরাহা, ৬নং ওয়ার্ডে আবদুল ওহাব, ৭নং ওয়ার্ডে আবুল কাশেম চিশতী, ৮নং ওয়ার্ডে বোরহান উদ্দিন মো. এমরান, ৯নং ওয়ার্ডে ইসলাম আহমদ, ১০নং ওয়ার্ডে দেবব্রত দাশ, ১১নং ওয়ার্ডে আৰু আহমেদ চৌধুরী, ১২নং ওয়ার্ডে আলমগীর চৌধুরী, ১৩নং ওয়ার্ডে নূরুল মোস্তফা সিকদার, ১৪নং ওয়ার্ডে আবদুল আলীম ও ১৫নং ওয়ার্ডে এরফানুল করিম চৌধুরী। সংরক্ষিত ১নং ওয়ার্ডে রওশন আরা বেগম, ২নং ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, ৩নং ওয়ার্ডে মোস্তফা রাহিলা চৌধুরী, ৪নং ওয়ার্ডে ফারহানা আফরীন জিনিয়া এবং ৫নং ওয়ার্ডে সুরাইয়া খানম।

Reporter: Adibul Islam

Advertisement

Next News Previous News